উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ দোলের দিনে দোল খেলতে নেমে দেখবেন কখন যেন আপনি ছেলেবেলায় ফিরে গেছেন। ফাগ-আবির-জলরঙে মাখামাখি আপনাকে তখন চেনা দায়। এই পর্যন্ত ছবিটা সত্যিই রঙিন।
দোল খেলার পাশাপাশি সঙ্গে থাকুক কিছু বাড়তি সাবধানতা, যা আপনার দোলের আনন্দকে নিরানন্দ না করে দেয়। জেনে নিন এমন কিছু টিপস্-
তেল মেখে নিন চুলে- চুলও কিন্তু ত্বকের মতোই স্পর্শকাতর। তাই আগে থেকে চুলে তেল মেখে নিন। এতে কোনোভাবে স্ক্যাল্পে বা চুলে রং বসবে না।
মুখে হালকা মেকআপ- ময়েশ্চরাইজারের সঙ্গে মেকআপ বা ফাউন্ডেশন মিশিয়ে নিন। এতে হোলির রং ত্বকের গভীরে প্রবেশ করবে না।
হাতের কাছে ফার্স্ট এড- হুল্লোড়ে মেতে বাড়ির ছোটোরা যখনতখন হাত পা কেটে ফেলতে পারে। তাই ফার্স্ট এড রাখুন হাতের কাছে।
রং তোলার এ টু জেড- রং খেলার আগে জেনে নিন রং তোলার পদ্ধতিঃ
১. বেসন, দুধের সর ও রং তোলার খুব ভালো অপশন। এতে ত্বকের কোনো ক্ষতি না করেই রং ওঠে।
২.লেবু-তেঁতুলের মতো টক জাতীয় ফলে সাইট্রিক অ্যাসিড থাকে। এগুলো রং তোলার পক্ষে খুবই উপযুক্ত।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2HJMTOs
February 24, 2018 at 04:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন