বিনোদন ডেস্ক: জানুয়ারির মাঝামাঝি সময়ে সেন্সর বোর্ডে জমা পড়ে চিত্রনায়ক আলমগীর পরিচালিত ছবি ‘একটি সিনেমার গল্প’। মঙ্গলবার (৩০ জানুয়ারি) ছবিটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়। প্রদর্শন শেষে সেন্সর বোর্ড ছবিটিকে প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি দিয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) সেন্সর বোর্ড সচিব মুন্সী জালাল উদ্দিন বলেন- বিনা কর্তনে ‘একটি সিনেমার গল্প’ প্রদর্শনের মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। ছাড়পত্র প্রদানে আরও কয়েক কার্যদিবস সময় লাগবে।
ছবিটিতে কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্তের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। এই ছবিটির মধ্য দিয়ে দীর্ঘদিন পর ঋতুপর্ণা ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করলেন।
১৯৮৬ সালে ‘নিষ্পাপ’ ছবির মধ্যদিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন আলমগীর। ওই ছবিতে প্রশংসিত হয় আলমগীর-চম্পা জুটি। প্রায় ৩২ বছর পর এই জুটি ‘একটি সিনেমার গল্প’ ছবির মধ্যে দিয়ে ফের পর্দায় উপস্থিত হতে যাচ্ছে। ছবিটিতে আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, সাদেক বাচ্চু, ওয়াহিদা মল্লিক জলি, সাবেরী আলম, ববি, জ্যাকি আলমগীর’সহ অনেকে।
‘একটি সিনেমার গল্প’ ছবির একটি গানের সুর করেছেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী রুনা লায়লা। গাজী মাজহারুল আনোয়ারের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন আলমগীর কন্যা আঁখি আলমগীর। গত বছর সেপ্টেম্বরে ছবিটির শ্যুটিং শুরু হয়। আগামী বৈশাখে ছবিটি মুক্তি পেতে পারে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2nv8p14
February 02, 2018 at 04:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন