মঞ্চ মাতাতে আয়োজন তিন ব্যান্ডের ‘রক অন ঢাকা’


বিনোদন ডেস্কঃ শীতে মঞ্চ মাতাতে আয়োজন করা হয়েছে রক ঘরানার কনসার্ট। নাম ‘রক অন ঢাকা’। আগামী ২ ফেব্রুয়ারি বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের এক্সপো জোনে এটি অনুষ্ঠিত হবে।

আর এতে অংশ নেবে তিনটি ব্যান্ড। এগুলো হলো এলআরবি, আর্টসেল ও আর্বোভাইরাস। কনসার্টটির যৌথ আয়োজক উইজার্ড শোবিজ ও আইআরবি ইভেন্ট।

আইআরবি ইভেন্ট লিমিটেডের কর্ণধার মঈন আল হেলাল সুপল বলেন, ‘আমরা নিয়মিত কনসার্ট আয়োজন করে আসছি। এবার শীতকে ঘিরে কনসার্টের এ আয়োজন। যেহেতু রক ঘরানার অনুষ্ঠান, তাই ব্যান্ডের নামের তালিকাও সেভাবে তৈরি করা হয়েছে।’

কনসার্টটি শুরু হবে এদিন দুপুর ৩টায়। আর চলবে রাত ১০টা পর্যন্ত।

আয়োজকরা জানান, টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। পাওয়া যাবে বিএফসি’র আউটলেটে। এছাড়া দারাজ ও আইআরবি-এর ফেসবুক পেইজ থেকেও টিকিট সংগ্রহ করা যাবে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2BNU97W

February 02, 2018 at 04:04PM
02 Feb 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top