পাকিস্তানের প্রথম হিন্দু মহিলা সেনেটর হচ্ছেন কৃষ্ণা কুমারী

করাচি, ২২ ফেব্রুয়ারিঃ পাকিস্তানের সেনেটের প্রথম হিন্দু মহিলা সদস্য হতে চলেছেন কৃষ্ণা কুমারী কোলি। বুধবার এইকথা জানিয়েছে পাকিস্তান পিপল’স পার্টি (পিপিপি)। সিন্ধ প্রদেশের বিধানসভা কেন্দ্র থেকে সেনেটের নির্বাচনে সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত একটি আসনে কৃষ্ণা কুমারীকে প্রার্থী করা হয়েছে। পাকিস্তান নির্বাচন কমিশন এই মনোনয়ন গ্রহণ করেছে। ৩ মার্চ নির্বাচন। পিপিপি-র পক্ষ থেকে বলা হয়েছে, কৃষ্ণাই পাকিস্তানের প্রথম দলিত মহিলা হিসেবে সেনেটর হতে চলেছেন।

সিন্ধ বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে মাস্টার ডিগ্রি করেন তিনি। জন্ম থেকেই লড়াই করে চলা এই মহিলা এবার নয়া নজির গড়তে চলেছেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2opzYIz

February 22, 2018 at 11:43AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top