পাটনা, ২২ ফেব্রুয়ারিঃ বাংলোয় ভূত ছেড়ে দিয়েছেন নীতীশ কুমার-সুশীল মোদি। তাই সরকারি বাংলো ছেড়ে দিচ্ছেন লালুপ্রসাদের ছেলে তেজপ্রতাপ যাদব। রীতিমতো সাংবাদিক সম্মেলন করে তেজপ্রতাপ দাবি করেছেন, তাঁকে টিকতে দিচ্ছে না নীতীশ-সুশীলের পোষা ভূতেরা। কুসংস্কার আর জপতপের জন্য লালুর বড়ো ছেলের খ্যাতি রয়েছে। গত বছর জুনে লালুপ্রসাদের বিরুদ্ধে পশুখাদ্য মামলায় সিবিআই যখন তেড়েফুঁড়ে নেমেছিল তখন নিজের সরকারি বাংলোয় দুষমণ মারণ জপ করেছিলেন তেজপ্রতাপ। এবার কোনো জপতপ নয়, ভূতের ভয়ে দেশরত্ন মার্গের বাংলো ছেড়েই দিচ্ছেন তেজ। তবে, তাঁকে ও আরজেডি এবং কংগ্রেস বিধায়কদের বাংলো ছাড়ার ব্যাপারে আগেই নোটিস দিয়েছে বিহারের বিল্ডিং কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট।
ছবিঃ তেজপ্রতাপ যাদব।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2CdYDJB
February 22, 2018 at 12:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন