সুরমা টাইমস ডেস্ক ঃঃ প্রথম ইনিংসে বাংলাদেশের ৫১৩ রানের জবাবে ৯ উইকেটে ৭১৩ রান করে ঠিক ২০০ রানের লিড নেয় শ্রীলঙ্কা। আর শনিবার শেষ বিকেলে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে টাইগাররা ৮১ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। তখন থেকেই মনে শঙ্কা, রোববার টেস্টের পঞ্চম দিনে একই সাথে শ্রীলঙ্কার স্বাধীনতা দিবসে কি হার মেনে নিতে হবে বাংলাদেশকে? তবে এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দারুণ ব্যাটিংয়ে সব আতঙ্ক জয় করে লিড পেয়েছে বাংলাদেশ। লাঞ্চে তারা গিয়েছিল ১৩ রানে পিছিয়ে থেকে। ৫.১ ওভার পরই লিড। যার ব্যাট থেকে ওখানে পা রাখতে পারলে সেটিকে আরো সৌন্দর্য্যময় লাগার ছিল সেই মুমিনুল হকের কাছ থেকেই। মিড অনে বলটাকে খেলে সিঙ্গেল। ২০০ পেরিয়ে ২০১। এদিন দারুণ ব্যাট করেছেন মুমিনুল ও লিটন দাস। দুজনেই পেয়েছেন ফিফটি। চতুর্থ উইকেটে দুজনে যোগ করেছেন ১২৮ রান। ৬৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২০৯ রান। মুমিনুল ৮২, লিটন ৫৭ রানে ব্যাট করছেন। টাইগারদের লিড এখন ৯ রানের।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2FIJY6N
February 04, 2018 at 01:21PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন