সুরমা টাইমস ডেস্ক ঃঃক্রিকেট ইতিহাসে সব দেশের থাকলেও কেবল বাংলাদেশের এক টেস্টের দুই ইনিংসেই কোনো ব্যাটসম্যানের সেঞ্চুরির রেকর্ড ছিল না। মুমিনুল হক কি অসম্ভব প্রয়োজনের সময় অভিজাত সেই তালিকায় দেশ ও নিজের নাম লিখে দিলেন! প্রথম ইনিংসে ৫০০ বা তার বেশি রান করে দু’বার টেস্ট হারার রেকর্ড আছে বাংলাদেশের। শনিবার যখন শ্রীলঙ্কার চেয়ে ১১৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৮১ রান নিয়ে দিনের খেলা শেষ করে তারা, ইতিহাস পুনরাবৃত্তির সম্ভাবনা উঁকি দিয়েছিল অনেকের মনেই। তবে ক্রিজে যে ছিলেন মুমিনুল! রোববার তিনি দেশকে হারতে না দেয়ার পণ নিয়েই নেমেছেন ব্যাটিংয়ে। প্রথমেই ভেঙেছেন এক টেস্টে কোন বাংলাদেশি ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের রেকর্ড। এরপর লিখেছেন সেঞ্চুরির রেকর্ড। আর দলকেও দেখিয়ে দিচ্ছেন ড্রয়ের পথ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৭১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৩৮ রান। ৩৮ রানের লিড তাদের।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2EanuyJ
February 04, 2018 at 01:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.