নিজস্ব প্রতিবেদক:: হজরত শাহজালাল ও হজরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করতে বিভাগীয় নগরী সিলেট এসে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সড়কপথে ঢাকা থেকে তিনি আজ সোমবার বিকেল সোয়া চারটার দিকে সিলেট সার্কিট হাউসে পৌঁছান। এটি তাঁর ব্যক্তিগত সফর।
সাবেক প্রধানমন্ত্রীর গাড়িবহর দক্ষিণ সুরমার চন্ডিপুল দিয়ে নগরীতে প্রবেশের পর থেকে হাজার হাজার মানুষ সড়কের দুই পাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাতে থাকেন। খালেদাকে দেখেই মিছিল-স্লোগানে উত্তাল হয়ে উঠে রাজপথ।
সার্কিট হাউসের মূল ফটকসহ আশপাশের এলাকায়ও অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বিএনপি নেত্রীর গাড়িকে ঘিরে এসময় শুধু মানুষ আর মানুষ দেখা গেছে।
মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরু জানিয়েছেন, ‘খালেদা জিয়া প্রথমে সিলেট সার্কিট হাউসে ওঠেছেন। সেখানে প্রায় ২০ মিনিট বিশ্রাম নেয়ার কথা রয়েছে। এর আগে চন্ডিপুল-হুমায়ূন রশীদ চত্বর, সোবহানীঘাট পয়েন্ট, ধোপাদিঘীরপাড়, সিটি পয়েন্ট ও সুরমা পয়েন্ট হয়ে সার্কিট হাউসে প্রবেশ করেন খালেদা জিয়া।’
সূত্র জানিয়েছে, সিলেট সার্কিট হাউসে বরাদ্দকৃত ভিভিআইপি রুমে বিশ্রাম নেবেন খালেদা জিয়া। বিশ্রামের পর তিনি দুই ওলির মাজার জিয়ারতের জন্য বের হবেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2E5bHCn
February 05, 2018 at 05:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন