খালেদার অপেক্ষায় শাহজালাল (রহ.) মাজারে নেতাকর্মীদের ভীড়

নিজস্ব প্রতিবেদক:: হজরত শাহজালাল ও হজরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করতে আজ বিভাগীয় নগরী সিলেট আসছেন চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

সোমবার সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি সিলেটের উদ্দেশে রওয়ানা হয়ে বিকেল চারটার দিকে তার গাড়ীর বহর সিলেট নগরীতে এসে পৌঁছায়।

তার অপেক্ষায় দুপুর থেকে নেতাকর্মীরা ভীড় করতে থাকেন দরগাহ এলাকায়। সেখানে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীরা ভীড় করেছেন দলের চেয়ারপার্সনকে স্বাগত জানানোর জন্য। জড়ো হওয়া নেতাকর্মীদের মধ্যে ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদলসহ বিএনপিপন্থি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও রয়েছেন।

কিছুক্ষণের মধ্যে হজরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করতে দরগায় যাবেন খালেদা জিয়া। পরে সেখান থেকে সরাসরি হজরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করতে শাহপরাণ মাজারে যাবেন।

দুই আউলিয়ার মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউসে রাত যাপন কথা রয়েছে। সেখানেই তিনি দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠকে বসবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2nJKcU9

February 05, 2018 at 05:39PM
05 Feb 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top