ঢাকা, ০৫ ফেব্রুয়ারি- অবশেষে দেখা মিলল মুশফিক-পুত্রের। মুশফিকুর রহীম নিজেই তার ফেসবুক ভেরিফাইড পেজে নতুন অতিথিকে কোলে নিয়ে নিজের একটি ছবি পোস্ট করেছেন। ছেলেকে কোলে নিয়ে তোলা ছবিটি পোস্ট করে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা এবং সবার কাছে দোয়া চেয়েছেন মুশফিক। তিনি লিখেছেন, আল্লাহ আমাদের ছোট্ট একটি স্বর্গদূত দিয়ে মহিমান্বিত করেছেন। আপনাদের সকলের কাছে অনুরোধ, দয়া করে আমার সন্তানকে আন্তরিকতা এবং দোয়া দিয়ে আশীর্বাদ করবেন। জাযাকাল্লাহ খায়ের। এর আগে মুশফিকুর রহীমের বাবা মাহবুব হামিদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন অতিথি পৃথিবীতে আসার বিষয়টি নিশ্চিত করে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। স্ট্যাটাসে মুশফিকের বাবা লেখেন, আলহামদুলিল্লাহ!!! অবশেষে বহু কাঙ্ক্ষিত সেই দাদা ভাই, সকাল নয়টা আটাশ মিনিটে এই দুনিয়ায় চলে এলেন। শুকরিয়া গো খোদা তোমার প্রতি। দোয়ার জন্য সকলের কাছে দরখাস্ত। মা ও ছেলে দুইজনেই সুস্থ আছে। আল্লাহ যেন দাদা ভাইকে ভাল মানুষ করেন। আমিন!!! আরও খবর: খ্রিষ্টান হয়ে হঠাৎ মুসলিম পোশাক পরলেন কেন ক্রিস গেইল? মুশফিকুর রহীম যে বাবা হবেন, এ খবর জানা গিয়েছিল আগেই। দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ফিরে আসার পরই স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডিকে ডাক্তার দেখানোর জন্য তিনি থাইল্যান্ড গিয়েছিলেন মুশফিক। তখনই জানা গিয়েছিল খুব শিগগিরই বাবা হতে যাচ্ছেন টেস্ট দলের সাবেক এ অধিনায়ক। এর আগে স্ত্রী সন্তান সম্ভবা এবং সময়টাও খুব কাছাকাছি- এ কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ছুটি চেয়ে বিসিবির কাছে আবেদন করেছিলেন মুশফিক। কিন্তু তার দুর্ভাগ্য, একই সময় ইনজুরিতে পড়ে গেলেন সাকিব আল হাসান। গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়কে হারিয়ে ফেলার কারণে, মুশফিকের ছুটি আর মঞ্জুর করেনি বোর্ড। তবে, টেস্ট শেষ হওয়ার পরের দিন সন্তান জন্ম নেওয়ায় স্ত্রী মন্ডির পাশে থাকার সুযোগটা পেয়ে গেছেন মুশফিক। সূত্র: জাগোনিউজ২৪ আর/১৭:১৪/০৫ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nKeuab
February 05, 2018 at 11:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top