পদ্মাবতের ৭ দিনের আয় ৩০০ কোটি রুপি……..

সুরমা টাইমস ডেস্ক::     ট্রেলার মুক্তির পর থেকে সিনেমার হলে মুক্তির আগে ও পরে পদ্মাবত নিয়ে রীতিমত লঙ্কাকাণ্ড ঘটে গেছে। এবার মুক্তির পর অন্য আরেক ধামাকা দেখাচ্ছে পদ্মাবত। নাহ, কোনো হাঙ্গামা নয়। বিশ্বব্যাপী প্রথম সাত দিনে পদ্মাবত-এর আয়ের পারদ ৩০০ কোটি রুপির ঘর ছাড়িয়েছে।

সঞ্জয় লীলা বানসালির ‘ম্যাগনাম ওপাস’ বা ‘বৃহৎ যজ্ঞ’ হিসেবে কথিত এ সিনোমর জন্য তিনি কি না করেছেন; করণি সেনাদের তোপের মুখে পদ্মাবতী পাল্টে নাম রাখলেন পদ্মাবত , এমনকি ঘুমর গানের দৃশ্যও বদলালেন।

তবুও সিনেমাটির মুক্তি নিয়ে বিরোধিতা ও ক্ষোভ বেড়েই চলেছিল। পরিস্থিতি বিবেচনায় ভারতের গুজরাট, মধ্য প্রদেশ, রাজস্থান ও হরিয়ানায় পদ্মাবত-এর মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য সরকার। অবশেষে সুপ্রিম কোর্টকে সব রাজ্যে পদ্মাবত মুক্তির নির্দেশ দিতে হয়।

মুক্তির তারিখ ঠিক করার পর বক্স অফিসের জায়গাটা নির্ঝঞ্জাট রাখতে প্যাডম্যানের কাছে ধর্ণা পর্যন্ত দিয়েছেন সঞ্জয় লীলা বানসালি। অক্ষয় কুমার অভিনীত ওই সিনেমাটিও ২৫ তারিখ মুক্তি পাওয়ার কথা ছিল।

দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশেও পর পিছু হটেনি বিরোধীতাকারীরা। ব্যাপক সংহিস ঘটনার মধ্যে দিয়ে গত ২৫ জানুয়ারি মুক্তি পায় পদ্মাবত।

শুধু দেশে নয়, বিদেশের মাটিতেও নিষেধাজ্ঞার মুখে পড়েছে পদ্মাবত-এর মুক্তি। মালয়েশিয়ার সেন্সর বোর্ড (এলপিএফ) ‘পদ্মাবত’-এর প্রদর্শনী নিষিদ্ধ করেছে।

এতদসত্ত্বেও, ভারতে এই সিনেমাটি গত এক সপ্তাহে আয় করেছে ২০১ কোটি ৫০ লাখ রুপি। অপরদিকে বিদেশে আয় করেছে ১০৬ কোটি ৫০ লাখ রুপি।

আজকে মাত্র তো ৯ দিন গেল; এখন দেখার পালা আয়ের পারদে কতখানি চড়তে পারে সঞ্জয় লীলা বানসালি’র পদ্মাবত। পদ্মাবত কি পারবে টাইগার জিন্দা হ্যায়-কে পিছনে ফেলতে?



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2GHZXDp

February 02, 2018 at 11:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top