৫ ফেব্রুয়ারি সিলেটে আসছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক :: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সড়ক পথে সিলেটে আসছেন আগামী ৫ ফেব্রুয়ারি। তিনি মঙ্গলবার সকালে গুলশানের কার্যলয় থেকে গাড়ি বহর নিয়ে সড়ক পথে সিলেট উদ্দেশ্যে রওয়ানা দিবেন। এই সফরে থাকবেন কেন্দ্রীয় নেতারাসহ শতাদিক নেতাকর্মী।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আজমল বখত সাদেক জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার সকালে বিএনপির গুলশানের কার্যলয় থেকে গাড়ি বহর নিয়ে সড়ক পথে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিবেন। সিলেট পৌছাঁবেন বিকাল ৪টার দিকে। সিলেট এসে প্রথমে তিনি শাহজালাল (র.) ও শাহপরান (র.) মাজার জিয়ারত করে রাতে সিলেট সার্কিট হাউজে রাত্রী যাপন করবেন। খালেদা জিয়ার সড়ক পথের সফরে সঙ্গে থাকা শতাদিক নেতার্কমীরা রাত্রী যাপন করতে ইতিমধ্যেই নগরীর বিভিন্ন কমিনিউটি সেন্টার ও হোটেল গুলোতে বুকিং দেয়া হয়েছে।

বদরুজ্জামান সেলিম আরো বলেন, ঢাকা থেকে সিলেট আসার পথে কয়েকটি পথসভায় বক্তৃতা করার কথাও রয়েছে। বেগম খালেদা জিয়া রাতে সিলেট সার্কিট হাউজে রাত্রী যাপন করে পরদিন ভোরে আবারও সড়ক পথে ঢাকার উদ্দেশ্য রওয়ানা দিবেন।

আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া ওরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায়ের পূর্বে সিলেটে হযরত শাহজালাল (র.) এবং শাহপরান (র.) মাজার জিয়ারত করতে খালেদা জিয়া সিলেটে আসছেন।

এছাড়া খালেদা জিয়ার সিলেট আসার পেছনে আরেকটি উদ্দেশ্য হচ্ছে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণা শুরু করা। প্রতিবার তিনি সিলেট থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করেন।

এর আগে গত ২০১৩ সালের ৫ অক্টোবর সিলেট আসেন খালেদা জিয়া।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2BQfwpj

February 03, 2018 at 01:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top