থিরুবননন্তপুরম, ২২ ফেব্রুয়ারিঃ বুধবার বেলা বারোটা নাগাদ চমকে উঠল থিরুবনন্তপুরম চিড়িয়াখানার দর্শনার্থীরা থেকে শুরু করে সেখানকার নিরাপত্তারক্ষীরা সকলেই। বছর ৩৩-এর এক যুবক সিংহের খাঁচার জাল টপকে দেওয়াল পেরিয়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে চলেছে আড়াই বছরের সিংহী গ্রেসির দিকে। আরশাদ নামে এক নিরাপত্তারক্ষী বুঝতে পারেন বিপদ আসতে দেরি নেই। গ্রেসিকে নজর অন্যদিকে ঘোরানোর জন্য তাকে ডাকতে থাকেন আরশাদ। চেনা গলার ডাক শুনে গ্রেসি নিজের খাঁচার মধ্যে ছোট ঘরে ঢুকতেই গ্রিল টেনে তাকে আটকে দেন আরশাদ। আরও সাতজন নিরাপত্তারক্ষী অন্যদিক দিয়ে বের করে আনেন মুরুকান নামে ওই যুবককে। গত মঙ্গলবার থেকেই নিখোঁজ ছিল মুরুকান। তার পরিবার থানায় নিখোঁজ ডায়েরিও করেছে। তাকে হাসপাতালে ভরতি করে ঘটনার তদন্তে নেমে পুলিশ। মুরুকান নাকি চিড়িয়াখানার নিরাপত্তারক্ষীদের জানিয়েছেন, গ্রেসির সঙ্গে আলাপ করার ইচ্ছা ছিল তার।
ছবিঃ উদ্ধার হওয়ার পর মুরুকান।– সংগৃহীত চিত্র
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2BFOXqh
February 22, 2018 at 10:57AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন