মোর্চা-আলুওয়ালিয়ার সম্পর্ক নিয়ে রাজ্যের কৌঁসুলি

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারিঃ বিমল গুরুংয়ের জামিন সংক্রান্ত মামলায় দার্জিলিংয়ের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তোপ দাগল রাজ্য। বুধবার সুপ্রিমকোর্টে এই মামলায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের কৌঁসুলি অভিষেক মনু সিংভি বলেন, ২০১৪ সালের নির্বাচনে গুরুংয়ের সমর্থনে জিতে এসেছিলেন আলুওয়ালিয়া। বিধানসভা ভোটেও বিজেপি সমর্থন পেয়েছে মোর্চার। তাই বিমল গুরুং মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করলে তিনি নিরাপদে থাকবেন। তাঁর ধারণা, রাজ্য সরকারের তরফে ইচ্ছাকৃতভাবে তাঁর বিরুদ্ধে মামলা সাজানো হয়েছে। কিন্তু পাহাড়ে তাঁর নেতৃত্বে যে হিংসার দলিল উঠে এসেছে, তা তিনি অস্বীকার করতে পারেন না।’

এদিকে, এদিন রাজ্যের হয়ে সওয়াল করেছেন আইনজীবী কপিল সিব্বল। তাঁর বক্তব্য, গুরুং কী এতটাই গুরুত্বপূর্ণ ব্যক্তি যে তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না বা তাকে আটকানো যাবে না। সিব্বলের যুক্তি, রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষা ও নিয়ন্ত্রণ করা রাজ্য সরকারের একতিয়ারভুক্ত।

প্রসঙ্গত, সুপ্রিমকোর্টে বিমল গুরুং আগাম জামিনের যে আবেদন করেছিলেন তারই শুনানি চলছে। আগামীকালও এই আবেদনের শুনানি বহাল থাকবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2CckVvc

February 21, 2018 at 11:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top