শিলিগুড়ি, ২১ ফেব্রুয়ারিঃ রাজ্যের স্বাস্থ্য শিক্ষা দপ্তরের নির্দেশিকার জেরে কর্তৃপক্ষ কড়া হতেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিত্সক-অধ্যাপকদের হাজিরা দাঁড়াল ৯০ শতাংশের বেশি। দিনের পর দিন যাঁরা কলকাতায় প্র্যাকটিস করতেই ব্যস্ত থাকেন, বুধবার তাঁদেরও দেখা গেল মেডিকেলে। কয়েকজন অধ্যাপককে জীবনে প্রথমবার চোখে দেখলেন বলে জানিয়েছেন মেডিকেলের ছাত্রছাত্রীদের একাংশ। যাঁরা এদিনও আসতে পারেননি, তাঁদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ দেওয়ার কথা বলা হয়েছে নতুন করে। মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই)-এর তিন সদস্যের প্রতিনিধি দলের পরিদর্শন নিয়ে এদিন সকাল থেকেই সরগরম ছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল। তবে এরপরেও এমসিআইয়ের কাছ থেকে আসন বাড়ানোর অনুমোদন পাওয়া যাবে কি না, তা স্পষ্ট হবে বৃহস্পতিবার।
সংবাদদাতাঃ সানি সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ooN4Gh
February 21, 2018 at 10:46PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন