টরন্টো, ১৯ ফেব্রুয়ারি- গ্রেটার খুলনা এসোসিয়েশন অব অন্টারিও-এর উদ্যোগে ১৮ ফেব্রুয়ারি ২০১৮ রবিবার সন্ধ্যা ৫.৩০ মি: থেকে রাত ১২.০০ টা পর্যন্ত টরন্টোস্থ ৯ ডজ রোডে অবস্থিত রয়েল কানাডিয়ান লিজিয়ন হলে খুলনা ফ্যামিলী নাইট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অত:পর সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিবর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সাধারন সম্পাদক স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নৃত্যশিল্পী ও কন্ঠশিল্পীদের উপস্থাপনায় দর্শকবৃন্দ আনন্দ উপভোগ করেন। শিল্পীদের মধ্যে নৃত্য ও গান পরিবেশন করেন আনিকা, শেরিন, আতিক, লোপা, বিপ্লব কর্মকার, ফারহানা শান্তা, রিংকু ও মহুয়া পারিয়াল। রাত ৯.০০ টায় পরিবেশন করা হয় রাতের খাবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসতিয়াকুর রহমান খান, আবু জুবায়ের দারা, আব্দুল ওয়াহিদ, ড. শামসুল আলম আজিজী, এম এ ওয়ারেস, শেখ ফারুক হোসেন, ক্যাপ্টেন ওয়াহিদ হোসেন, শরীফুল ইসলাম, মিজান রহমান, অধ্যক্ষ সৈয়দ আমিনুল ইসলাম, মীর মোহাম্মদ, লুৎফুর আকন্দ মিঠু, আনিসুর রহমান, সামিউল আলম, অধ্যাপিকা মাহমুদা নাসরিন সহ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সভাপতি সিরাজুল ইসলাম সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন অজান্তা চৌধুরী ও শেখ হাসিব হোসেন। আর/১০:১৪/১৯ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2HuPxrj
February 20, 2018 at 04:28AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top