টরন্টো, ১৯ ফেব্রুয়ারি- কানাডিয়ান পার্লমেন্টে বাংলাদেশ ককাসের সাবেক প্রধান সমন্বয়কারী লুই মার্সেল অবিলম্বে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে বাংলাদেশ সরকারকে চাপ প্রয়োগ করার জন্য কানাডার পররাষ্ট্রমন্ত্রী Chrystia Freeland -কে এক সুপারিশ পত্র প্রেরন করেন। চিঠিতে লুই মার্সেল বলেন, বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অর্থবহ ও গ্রহনযোগ্য করতে হলে অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। বেগম খালেদা জিয়া বিহীন কোন নিরবাচন বর্হিবিশ্বে গ্রহনযোগ্য ও অর্থবহ হবে না বলে চিঠিতে তিনি উল্লেখ্য করেন। চিঠিতে লুই মার্সেল আরো বলেন, ২০০৮ সালে সেনা সমর্থিত তত্বাবধায়ক সরকারের সময়ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হেনস্তা না করা, তার অবাধ চলাফেরা নিশ্চিত করা এবং তারেক রহমানের উপর মানসিক ও শারীরিক নির্যাতন বন্ধসহ তার স্বচ্ছ বিচার ব্যবস্হা নিশ্চিত করা এবং ৬ মাসের মধ্যে বাংলাদেশে একটি অবাধ, গ্রহনযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করার জন্য কানাডিয়ান পার্লামেন্টের পক্ষ থেকে তৎকালীন সরকার প্রধান ফখরুদ্দিনকে পত্র প্রেরণ করেছিলেন । উল্লেখ্য, সম্প্রতি প্রেরিত চিঠিটির অনুলিপি লুই মার্সেল কানাডা বিএনপি নেতা ফয়সল আহমেদ চৌধুরীকে প্রেরন করেন।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2CagKjL
February 20, 2018 at 12:01PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন