ঢাকা, ০৪ ফেব্রুয়ারি- আসন্ন ভালোবাসা দিবস উপলক্ষে ৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সির ডুয়েট গান জলরঙ। গানটিতে ন্যান্সির সঙ্গে কণ্ঠ দিয়েছেন তরুণ কণ্ঠশিল্পী বাশার। জলরঙে এেঁকছি দেখো, মিথ্যে এক ছবি/ সুখ ভাসে লোনা জলে, ভুলেছো কেন তুমি- এ রকম কথায় গানটি লিখেছেন রেজাউর রহমান রিজভী। আর গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সজীব দাস। গানটি প্রসঙ্গে ন্যান্সি বলেন, জলরঙ গানটির কথা ও সুর খুবই সুন্দর। আর সজীব দাসের সুরে বাশারের সঙ্গে এবারই প্রথম গান করলাম। আশা করি শ্রোতাদের কাছে গানটি ভালো লাগবে। বাশার বলেন, আমার অনেক প্রিয় একটি গান জলরঙ। গানের কথাগুলো যেমন অসাধারণ, তেমনি সজীব দা গানটির দারুণ সুর-সংগীত করেছেন। আর ন্যান্সির সঙ্গে প্রথম দ্বৈত গান করলাম। নিঃসন্দেহে দারুণ অভিজ্ঞতা। রেজাউর রহমান রিজভী বলেন, গত বছরের ঈদে আমার লেখা মৌনতা গানটিতে কণ্ঠ দেন ন্যান্সি। গানটির দারুণ রেসপন্স পেয়েছি। সেই ধারাবাহিকতায় এবার আসছে ন্যান্সি ও বাশারের জলরঙ গানটি। সূত্র:ইত্তেফাক এমএ/০২:৫৫/০৪ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nBiiuh
February 04, 2018 at 09:03PM
04 Feb 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top