এবার লেভান্তের মাঠে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ


সুরমা টাইমস ডেস্ক :: মৌসুমের শুরুতে পুঁচকে লেভান্তের বিপক্ষে ঘরের মাঠে হোঁচট খেয়েছিল। ফিরতি পর্বেও সেই একই দশা হলো রিয়াল মাদ্রিদের। দু-দুবার এগিয়ে গিয়েও জয়ের দেখা পায়নি জিনেদিন জিদানের দল।

শনিবার রাতে লা লিগায় টেবিলের নিচের দিকের দল লেভান্তের মাঠ থেকে ২-২ ড্র করে ফিরেছে রিয়াল। গত সেপ্টেম্বরে রিয়ালকে তাদেরই মাঠে ১-১ এ রুখে দিয়েছিল দলটি।

ম্যাচের আগে ক্রিস্তিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলের পায়ে মৌসুমের বাকি সময়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশার কথা শুনিয়েছিলেন জিদান। কোচের আস্থার প্রতিদান দিতে পারেননি তারা। উল্টো করেছেন একের পর এক সুযোগ নষ্ট।

এক সময় দুজনকেই তুলে নেন কোচ। বেলের বদলি ইসকোর নৈপুণ্যে জয়ের আশা জাগলেও শেষ দিকে ফের গোল হজম করে পয়েন্ট হারানোর হতাশায় মাঠ ছাড়ে রিয়াল।

ম্যাচের একাদশ মিনিটে প্রথম সুযোগ পেয়েই দলকে এগিয়ে দেন অধিনায়ক সের্হিও রামোস। টনি ক্রুসের কর্নারে হেডে রিয়ালের হয়ে লিগে ৫০তম গোল করেন স্প্যানিশ ডিফেন্ডার। বল গোলরক্ষকের গায়ে লেগে জালে ঢোকে।

৩১তম মিনিটে ঝাঁপিয়ে একটি আক্রমণ রুখে দেন ওইয়ের ওলাসাবাল; কিন্তু বল তার হাত ফসকে বেরিয়ে যায়। কাছেই ছিলেন রোনালদো, আলগা বল স্প্যানিশ গোলরক্ষকের মুখে মেরে হতাশ করেন।

৪২তম মিনিটে খেলার ধারার বিপরীতে দারুণ এক পাল্টা আক্রমণে সমতায় ফেরে লেভান্তে। একা ডি-বক্সে ঢুকে স্প্যানিশ ফরোয়ার্ড মোরালেসের নেওয়া শট এগিয়ে এসে ঝাঁপিয়ে ঠেকান কেইলর নাভাস। ফিরতি বল পেয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ঘানার ফরোয়ার্ড এমানুয়েল বোয়াটেং।

৭৪তম মিনিটে দুজনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে আরও একজনকে কাটিয়ে শট নেন করিম বেনজেমা। কিন্তু আরেক জনের পায়ে লেগে বল বাইরে চলে যায়।

সাত মিনিট পর ফের এগিয়ে যায় রিয়াল। বাইলাইন থেকে বেনজেমার কাটব্যাক পেয়ে জোরালো নিচু শটে গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার ইসকো।

কিন্তু বেশিক্ষণ ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। ৮৯তম মিনিটে কোনাকুনি শটে বল জালে পাঠিয়ে রিয়ালকে স্তব্ধ করে দেন ইতালিয়ান ফরোয়ার্ড জামপাওলো পাজ্জিনি। মূল্যবান ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দ্বিতীয়ার্ধে বারবার পাল্টা আক্রমণে রিয়ালের রক্ষণে ভীতি ছড়ানো লেভান্তে।

২১ ম্যাচে এই নিয়ে ষষ্ঠ ড্র করা রিয়াল মাদ্রিদ ৩৯ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।

শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৭। ১১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা ভালেন্সিয়ার পয়েন্ট ৪০।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2s6dWQh

February 04, 2018 at 02:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top