লন্ডন, ০৫ ফেব্রুয়ারি- নায়ক থেকে হঠাৎ দেশের মসজিদগুলোতে ইসলাম প্রচার শুরু করেন অনন্ত জলিল। এ কারণে বিশ্ব মিডিয়ার আলোচনার বিষয়বস্তুও হয়েছেন তিনি। একই কাজে এবার বহির্বিশ্বে গেলেন আলোচিত এ নায়ক-প্রযোজক। যুক্তরাষ্ট্রের তিনটি মসজিদে তিনি ইসলাম বিষয়ে বক্তব্য দেবেন। এ কারণে গতকাল (৪ ফেব্রুয়ারি) লন্ডনে গিয়েছেন অনন্ত। এক ভিডিও বার্তায় তিনি বলেন, মানুষকে একসময় মারা যেতে হবে। তাই আমাদের সবার উচিত নিজ দায়িত্ব পালন করা; ইসলামের জন্য কাজ করা। তিনি জানান, ৫, ৬ ও ৮ ফেব্রুয়ারি ইংল্যান্ডের তিনটি মসজিদে অনন্ত ইসলাম বিষয়ক বক্তব্য দেবেন। বিশ্বমিয়িয়ায় অনন্ত জলিরর খবরের কোলাজউল্লেখ্য, গত বছরের ২৯ জুলাই থেকে এ নায়ক প্রথম রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তিন দিনের তাবলিগ জামাতে অংশ নেন। এর আগে তিনি ধানমন্ডির রবীন্দ্র সরোবরে উপস্থিত থেকে সবাইকে ইসলামের দাওয়াত দেন। এরপর রাজধানীর আদাবরে মাহফিল ও নারায়ণগঞ্জসহ বেশ কয়েকটি মসজিদে ইসলাম প্রচারে গেছেন। এছাড়াও স্ত্রী বর্ষাকে সঙ্গে নিয়ে ওমরাহ পালন করেন এই চিত্রনায়ক, পরিচালক, প্রযোজক ও বিশিষ্ট ব্যবসায়ী। অনন্তর ভিডিওবার্তা: সূত্র: বাংলা ট্রিবিউন আর/১০:১৪/০৫ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2EMlF92
February 06, 2018 at 05:09AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন