মুম্বাই, ০৬ ফেব্রুয়ারি- মনিরত্মমের রোজা দিয়ে শুরু৷ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি৷ একের পর এক ছবিতে সুর দিয়েছেন৷ যা আজও শুনলে যেন পুরোনো হয়না৷ এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা বলছি৷ হ্যাঁ ঠিকই ধরেছেন৷ এ আর রহমান৷ মুম্বাইয়ের বলিউড ইন্ডাস্ট্রিতে দক্ষিণ ভারতের কেউ কাজ করার যোগ্য নয়৷ এ আর রহমানকে ঠিক এই ভাষাতেই রীতিমত হুমকি দিয়েছিলেন ইন্ডাস্ট্রিরই উচুতলার বেশ কিছু ব্যক্তি৷ কারণ রহমান দক্ষিণ ভারতের চেন্নাইয়ের বাসিন্দা ছিলেন৷ জাতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে রহমান এমনই একটি মন্তব্য করেন৷ যদিও সেই ব্যক্তির নাম তিনি প্রকাশ্যে আনেননি৷ রহমান বলেন, আমি চেন্নাইয়ের ছেলে ছিলাম৷ মুম্বাইয়ের ইন্ডাস্ট্রিতে ঢোকার আগেই সবাই আমাকে রীতিমতো ভয় দেখাতে শুরু করে দেয়৷ সকলেই বলত দক্ষিণ ভারতের ছেলেকে এই ইন্ডাস্ট্রিতে কেউ সাহায্য করবে না৷ এমনকি ইন্ডাস্ট্রির সেই দুর্ভেদ্য দেওয়াল ভেদ করে দক্ষিণ ভারতের কোনও ছেলে প্রবেশ করতে পারে না৷ এমনকি রহমানকে নাকি নাম পরিবর্তন করার উপদেশও নাকি দিয়েছিলেন কেউ কেউ৷ আরও খবর: ভালোবাসা দিবসে কলকাতা মাতাবেন জেমস আজ রহমান খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছেন৷ দুদশক পেরিয়ে গেলেও আজও এ আর রহমানকে সেই খ্যাতি থেকে একচুলও টলাতে পারেনি৷ উল্লেখ্য, শুধু বলিউডেই নয়৷ কলিউড, মলিউড, বলিউড এবং হলিউডেও তিনি যে ছাপ রেখেছেন৷ তা আলাদা করে বলার কিছু নেই৷ কিন্তু আজ তিনি ইন্ডাস্ট্রিতে এত প্রতিষ্ঠিত হলেও একটা সময় কিন্তু কাজটা অতটা সহজ ছিল না তাঁর৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/১০:৫৩/০৬ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2E1d3dh
February 06, 2018 at 04:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top