নয়াদিল্ল, ২০ ফেব্রুয়ারিঃ মালয়ালম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়র এবার সুপ্রিমকোর্টের দ্বারস্থ হলেন। প্রিয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি ‘মাণিক্য মালারায়া পুভি’ গানটির মাধ্যমে সংখ্যালঘুদের ধর্মীয় ভাবনায় আঘাত করেছেন।
মাত্র ১০ দিনের মধ্যে তাঁর এক চাহনি ঘায়েল করেছে লক্ষ লক্ষ পুরুষের হৃদয়। কিন্তু রাতারাতি ডিজিটাল সেনসেশন হয়ে ওঠা প্রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের হতে থাকে। হায়দরাবাদের একটি সংগঠন ছাড়াও আরও দুটি এফআইআর দায়ের করে মুম্বই এবং ঔরঙ্গাবাদের দুটি সংগঠন। এর বিরুদ্ধে এবার শীর্ষ আদালতে আবেদন করলেন প্রিয়া ভারিয়র। তাঁর সঙ্গে সামিল হয়েছেন ছবির পরিচালক ওমর আব্দুল ওয়াহাব ও প্রযোজক জোসেফ ভালাকুজি ইয়াপেন। তাঁরা একজন শিল্পীর ভাব প্রকাশের মৌলিক অধিকারের পক্ষে সওয়াল করেছেন। তাঁরা আদালতের কাছে সব এফআইআর খারিজ করার আর্জি জানিয়েছেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2HuPD29
February 20, 2018 at 12:21PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন