ইটানগর, ২০ ফেব্রুয়ারিঃ শিশু ধর্ষণে অভিযুক্ত ২ বন্দিকে পিটিয়ে মারল জনতা। অরুণাচলপ্রদেশের তেজুর ঘটনা। প্রায় ১০০০ বাসিন্দা থানায় হামলা চালিয়ে গারদ ভেঙে ২ বন্দিকে ছিনিয়ে আনেন। তারপর তাদের হাত কেটে পিটিয়ে মারা হয়। এমনকী তাদের দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে জনতা।
গত ১২ ফেব্রুয়ারি থেকে নমগো মাইসিং গ্রামের ৫ বছরের এক শিশু নিখোঁজ ছিল। এরপর চা বাগানে তার দেহ উদ্ধার হয়। সেদিনই বিচার চেয়েছিল এলাকাবাসী। ওই শিশুকে গণধর্ষণ করে খুন করার অভিযোগে রবিবার টেঙ্গাপানি চা বাগান এলাকা থেকে সঞ্জয় শবর(৩০) ও জগদীশ লোহার(২৫) নামে দু’জনকে গ্রেফতার করা হয়।
অভিযুক্তদের তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে তেজু পুলিশ স্টেশনের সামনে জড়ো হয় উত্তেজিত জনতা। পুলিশ তাদের দাবি মানতে না চাওয়ায় থানায় হামলা চালানো হয়। এরপর দুই অভিযুক্তকে টানতে টানতে রাস্তায় নামিয়ে ট্রাফিক মোড়ে নিয়ে বেধড়ক পেটানো হয়। পুলিশ সুপার এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি হয়েছে তেজুতে।
ধর্ষণ ও গণপিটুনির নিন্দা করেছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2GsoEmu
February 20, 2018 at 12:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন