ইসলামাবাদ, ২০ ফেব্রুয়ারিঃ আমেরিকার হাত ছেড়ে চিনা ছত্রছায়ায় ঢুকতে মরিয়া পাকিস্তান। এবার মান্দারিন ভাষাকে তাদের সরকারি ভাষার স্বীকৃতি দিল পাক সরকার।
পাকিস্তানের দাবি, এর উদ্দেশ্য একটাই, চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসির কাজকর্মে জড়িত মানুষ যাতে আরও ভালভাবে কথাবার্তা বলতে পারেন। এর ফলে দুদেশের সম্পর্কের আরও উন্নতি হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত হুসেন হাক্কানি টুইট করে জানিয়েছেন, ৭০ বছরের মধ্যে ৪টি বিদেশি ভাষাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন তাঁরা। সেগুলি হল ইংরেজি, উর্দু, আরবি ও এখন চিনা। অথচ এগুলির একটিও পাকিস্তানিদের মাতৃভাষা নয়।
এ ব্যাপারে আমেরিকার উদ্বেগ বেড়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি বলেছে, পাকিস্তান চিনের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। এর ফলে দক্ষিণ এশিয়ায় বিঘ্নিত হতে পারে মার্কিন স্বার্থ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FfhG4S
February 20, 2018 at 01:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন