দুবছর আগে কাছাকাছি পৌঁছেও শেষ করা হয়নি। ওয়েস্ট ইন্ডিজের কাছে ফাইনাল হেরে গিয়েছিল সে বারের ভারতের অনূর্ধ্ব ১৯ দল। হতাশা গ্রাস করেছিল দ্রাবিড়কে। ট্রফি অধরা থাকার সেই আক্ষেপ এ বার সুদে আসলে তুলে নিল পৃথ্বী শ-রা। অস্ট্রেলিয়াকে উড়িয়ে চতুর্থ বার বিশ্বকাপ ঘরে তুলল ভারত। ২০০০-এ মহম্মদ কঈফের ভারত জিতেছিল, ২০০৮-এ জিতেছিল বিরাট কোহলির ভারত, ২০১২-এ জিতেছিল উন্মুক্তচাঁদের ভারত, কিন্তু এ বার যতই ভারতের নেতৃত্বে পৃথ্বী শ থাকুন, জিতেছেন কিন্তু রাহুল দ্রাবিড়। তিনিই যে ভারতের ছোটো দলের হত্তাকর্তাবিধাতা। সেই সঙ্গে এত দিন ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকার পর অবশেষে বিশ্বকাপের ট্রফির স্বাদ পেলেন দ্রাবিড়। শনিবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে শুরু থেকেই দাপট দেখাতে থাকেন ভারতীয় বোলাররা, যদিও টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অজিরা। দলীয় স্কোর ৩২ এবং ৫২ রানে অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে ফিরিয়ে দেন বাংলার ঈশান। ৬০ রানের আগেই তৃতীয় উইকেট পড়ে যায় তাদের। এর পর দুটি বড়ো রানের জুটি তৈরি করে অস্ট্রেলিয়া। এই জুটির নেপথ্যে ছিলেন জোনাথান মেরলো। মেরলোর ৭৬ রানের ইনিংসে ভর করে নিজেদের স্কোর এগিয়ে নিয়ে যায় স্টিভ স্মিথদের ছোটোরা। যখন মনে হচ্ছিল আড়াইশো খুব স্বচ্ছন্দেই পেরিয়ে যাবে অস্ট্রেলিয়া, তখনই ফের আঘাত হানেন ভারতীয় বোলাররা। অনুকূল, শিবা সিংহ, মাভি এবং নাগরকোটি এই ছউইকেটি নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। জবাবে ব্যাট করতে নেমে মাত্র এক বার ভারত চাপে পড়েছিল, যখন বৃষ্টিতে সাময়িক ভাবে খেলা বন্ধ করতে হয়েছিল। তা ছাড়া ভারতীয় ব্যাটসম্যানরা চরম দাপট দেখিয়ে যান অস্ট্রেলিয়ার বোলারদের ওপরে। তবে এ দিন আর শুবমন নন, আসরে নামেন মনজত কালরা। প্রথম উইকেটে পৃথ্বীর সঙ্গে দুরন্ত জুটি দিয়ে শুরু করেন তিনি। তাঁর দাপটে অস্ট্রেলিয়ার বোলারদের ত্রাহিত্রাহি অবস্থা হয়। মনজতকে ঘিরেই উল্লেখযোগ্য অবদান রেখে যান পৃথ্বী, শুবমন এবং হার্বিক দেশাই। আরও খবর: বেতন বাড়ানোয় রিয়ালেই থাকছেন রোনালদো! এই বিশ্বকাপে ভারতের কোনো এক বা দুজন প্লেয়ার নয়, অবদান রেখে গেলেন দলের এগারোজনই। যখন প্রয়োজন পড়েছে গতি ছুটিয়েছেন ঈশান, নাগরকোটি, মাভিরা। তেমনই ব্যাটে আগুন ছুটিয়েছেন শুবমন, পৃথ্বী, মনজতরা। কিন্তু যাঁর অবদান সব থেকে বেশি তিনি একজনই, রাহুল শরদ দ্রাবিড়। তথ্যসূত্র: খবর অনলাইন এআর/১০:২০/০৪ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2FKznZb
February 04, 2018 at 04:20PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.