ক্রিস্তিয়ানো রোনালদোর বেতন বাড়ানোর দাবি অবশেষে পূরণ করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ পত্রিকা ডিয়ারি এবিসি স্পোর্টসের খবর অন্তত সেরকমই। পত্রিকাটির দাবি, ৫ বারের ব্যালন ডিঅর জয়ীর বেতন-ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রিয়াল। বেতন বৃদ্ধির অঙ্কটা বার্ষিক ৯ মিলিয়ন ইউরো। অবশ্য বেতন বাড়ানোর এই খবর রোনালদোকে খুশি করবে কিনা, তা নিয়ে সংশয় থাকছেই! প্রথমত বর্ধিত এই বেতন কার্যকর হবে আগামী মৌসুম থেকে। মানে এখন বেতন-ভাতা বাড়ানোর প্রক্রিয়া হাতে নিলেও রোনালদো মৌসুমের বাকি সময়টা বর্তমান হারেই বেতন পাবেন। বর্ধিত বেতন পাবেন আগামী ১ জুলাই থেকে। রোনালদোর মন খারাপ করার বড় কারণ আরও একটি। কারণ, ৯ মিলিয়ন ইউরো বাড়ার পরও মেসি-নেইমারের তুলনায় অনেক পিছিয়েই থাকবেন তিনি। রিয়ালে ৩২ বছর বয়সী রোনালদোর বর্তমান বেতন বার্ষিক ২১ মিলিয়ন ইউরো। তাই ৯ মিলিয়ন বাড়লে তার বেতন হবে ৩০ মিলিয়ন ইউরো। বেতন বৃদ্ধির পরও তাই মেসির চেয়ে বছরে ২০ মিলিয়ন ইউরো কম বেতন পাবেন তিনি। নেইমারের চেয়ে কম পাবেন ৬.৮ মিলিয়ন ইউরো। কারণ, নতুন চুক্তি অনুযায়ী বার্সেলোনায় লিওনেল মেসির বার্ষিক নীট বেতনই ৫০ মিলিয়ন ইউরো। পিএসজিতে নেইমারের বেতন বছরে ৩৬.৮ মিলিয়ন ইউরো। মেসি-নেইমারের তুলনায় অনেক কম বেতন পান। গত মৌসুম শেষেই তাই ক্লাব রিয়ালের কাছে বেতন-ভাতা বৃদ্ধির দাবি তুলেন পর্তুগিজ সুপারস্টার। কিন্তু রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তার সেই দাবিতে সারা দেননি। এরপর গত আগস্টেও নতুন করে বেতন বৃদ্ধির দাবি জানান রোনালদো। সেবার নির্দিষ্ট করেই বলেন, মেসি-নেইমারদের সমবেতন চাই তার। কিন্তু রোনালদোর এমন দাবিকে পাত্তা দেননি পেরেজ। তলেতলে তিনি রোনালদোকে বিক্রি করে পরিকল্পনা আটেঁন! রোনালদোর জায়গা দলে নিতে চান নেইমারকে। পিএসজির ব্রাজিলিয়ান তারকাকে কেনার জন্য পেরেজ নাকি তহবিলে টাকাও জমা করে রেখেছেন। কিন্তু সাম্প্রতিক গুঞ্জনের ভিত্তিতে পিএসজি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, নেইমারকে তারা ছাড়বে না। নেইমার নিজেও বলেছেন, পিএসজিতে ইতিহাস গড়তেই এসেছেন তিনি। ফরাসি ক্লাবটিতে সুখেই আছেন। পিএসজি ও নেইমারের কথায় হতাশ হয়েই হোক কিংবা ৫ বারের ব্যালন ডিঅর জয়ীর যোগ্য মর্যাদা দিতে হোক, শেষ পর্যন্ত বেতন বাড়ানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে রিয়াল। এখন দেখার বিষয়, বছরে ৯ মিলিয়ন বেতন বৃদ্ধির বিষয়টি রোনালদোকে কতটা খুশি করতে পারে! সূত্র: পরিবর্তন আর/১০:১৪/০৩ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2EegvVm
February 04, 2018 at 05:43AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন