সুরমা টাইমস ডেস্ক :: গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী খালেদা জিয়ার সিলেট সফরকে কেন্দ্র করে বিএনপি পরিবারের নেতাকর্মীদের সিলেটবাসীদের মধ্যে ব্যপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। নেত্রীর মাজার জিয়ারতের উদ্দেশ্যে এই সিলেট সফর পুরো সিলেট বিভাগের বিএনপিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম এবং নির্বাচনের জন্য সুসংগঠিত হতে সহায়ক হবে বলে মনে করেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।
রবিবার দুপুর সাড়ে ১২টায় সিলেটের একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে এমনটিই জানালেন তারা। সংবাদ সম্মেলনে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী হোসেনের পরিচালনায় মূল বক্তব্য পাঠ করেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন। পরবর্তীতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাহের শামীম।
নাসিম হোসেইন জানান, সোমবার সকাল ১০টায় ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেবেন খালেদা জিয়া। বিকাল ৩টার দিকে তিনি সিলেটে এসে পোছবেন বলে ধারণা করা হচ্ছে। বিকাল ৪টার দিকে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করবেন বিএনপিনেত্রী। পরে হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত শেষে তিনি সিলেট সার্কিট হাউজে যাবেন। সেখানে রাত্রিযাপন শেষে পরদিন সড়কপথেই ঢাকায় ফিরবেন খালেদা জিয়া।’
তিনি আরো জানান, কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর জনসভার জন্য সিলেটবাসী মাইকিং এ অতিষ্ঠ ছিলো কিন্তু আমাদের বেলায় পুলিশ প্রশাসন মাইকিং করতে বাধা দিচ্ছে। এই দ্বৈতনীতি কোনভাবেই কাম্য নয়। এছাড়া বিএনপি নেতাকর্মীদের বাসায় তল্লাশীর নিন্দা জানানো হয়।
সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে আবুল কাহের শামীম জানান, খালেদা জিয়ার সিলেট সফরের মূল উদ্দেশ্য হচ্ছে দুই ওলীর মাজার জিয়ারত করা। তবে সিলেট সার্কিট হাউজে অবস্থানকালে সিলেট বিভাগের বিএনপির নেতাদের নিয়ে বসবেন।
খালেদা জিয়ার সিলেট সফর কীভাবে নির্বাচনে সহায়ক ভূমিকা পালন করবে এক প্রশ্নের জবাবে তিনি জানান, আমরা আপাদমস্তক রাজনীতিবিদ। খালেদা জিয়াসহ বিএনপি নির্বাচনে যেতে চায়। সরকার সুষ্টু নির্বাচন দিলে আমরা নির্বাচনে যাবো। নতুবা আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হবো। খালেদা জিয়ার এই সিলেট সফর ঘিরে নেতাকর্মীরা উজ্জ্বীবিত হবে।
প্রেস ব্রিফিংয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মী ছাড়াও যুবদল এবং ছাত্রদলের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2GM080A
February 04, 2018 at 02:17PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন