অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৩


সুরমা টাইমস ডেস্ক :: মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে দুইদিন আগে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।

রোববার উপজেলার শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী এ কথা জানান। উদ্ধার হওয়া চম্পা দে (৪৫) স্থানীয় প্রমি হেলথ কেয়ারের মালিক।

গ্রেপ্তাররা হলেন- শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া গ্রামের মো. শুকুর আহমদ (৪৮), রাজাপুর গ্রামের মোহিত আহমদ (৩৫) ও কমলগঞ্জের গুলেরহাওর গ্রামের কাউসার আহমদ (২৫)।

পরিদর্শক অরুপ বলেন, গত বৃহস্পতিবার শমশেরনগর থেকে ব্যবসায়ী চম্পা দে-কে একটি প্রাইভেটকারে তুরে নিয়ে নিয়ে যায় কয়েকজন। মুক্তিপণ চেয়ে পরে তার পরিবারের কাছে ফোন করে ‘অপহরণকারীরা’।

“এ ফোনকলের সূত্রধরে শনিবার রাতে শ্রীমঙ্গলের কলেজ রোডের একটি বাসা থেকে চম্পাকে উদ্ধার এবং ওই তিনজনকে আটক করা হয়।”

এ নিয়ে রাতে ব্যবসায়ী বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান তিনি।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2BSNVUo

February 04, 2018 at 01:50PM
04 Feb 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top