ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশিত হলো তানিম জানলেন না, তিনি ডিগ্রি পাশ করেছেন


সুরমা টাইমস ডেস্ক ঃঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস) পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে বৃহস্পতিবার। এতে উত্তীর্ণ হয়েছেন সিলেট সরকারি কলেজের ছাত্র তানিমুল ইসলাম খান। তবে এই ফলাফল দেখে যাওয়া হলো না তানিমের।

গত ৭ জানুয়ারি রাতে নগরীর টিলাগড় পয়েন্টে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে প্রতিপক্ষের নেতাকর্মীদের ছুরিকাঘাতে খুন হন তানিম। খুন হওয়ার একমাসের মধ্যেই তানিমের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশিত হলো। তানিম সিলেটের ওসমানীনগর উপজেলার নিজ বুরুঙ্গা গ্রামের ইসরাইল খানের ছেলে।

এদিকে গত শুক্রবার তানিম খান হত্যা মামলার অন্যতম আসামি ছাত্রলীগ কর্মী বদরুজ্জামান সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর শিবগঞ্জ লাকড়িপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাগর সিলেট এমসি কলেজের গণিত বিভাগের ছাত্র ও চট্টগ্রামের মিরসরাই থানার পূর্ব দুর্গাপূরের জসিম উদ্দিনের ছেলে এবং টিলাগড়ের আওয়ামী লীগ নেতা কাউন্সিলর আজাদুর রহমান আজাদ গ্রুপের কর্মী।

এ মামলায় জয়নাল আবেদীন ডায়মন্ড ও রুহেল আহমদসহ ইতোপূর্বে গ্রেপ্তারকৃত চারজন কারাগারে আছেন।

গত ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা রঞ্জিত সরকার ও সিটি কাউন্সিলর আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে তিন কর্মী আহত হন। এ ঘটনার পর অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ৭ জানুয়ারি (রোববার) রাত পৌনে ৯টার দিকে টিলাগড় পয়েন্টে প্রতিপক্ষের নেতাকর্মীদের ছুরিকাঘাতে খুন হন আওয়ামী লীগ নেতা রনজিত গ্রুপের কর্মী তানিম খান।

এ ঘটনায় ১০ জানুয়ারি নিহত তানিমের বন্ধু এমসি কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন রাহী বাদি হয়ে দায়ের করা মামলায় ২৯ জনের নামোল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৪/৫ জনকে আসামি করেন। খুনের ঘটনায় বদরুজ্জামান সাগর সরাসরি জড়িত ছিলেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2GN1VTl

February 04, 2018 at 05:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top