কলকাতা, ০৬ ফেব্রুয়ারি- দলের ছাত্র-যুব সমাবেশে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপি এ রাজ্যে দাঙ্গা বাধাতে চাইছে বলেও অভিযোগ করলেন তিনি৷ তৃণমূলের ছাত্র যুব সম্মলেনকে এবার দুটি ভাগে ভাগ করা হয়েছে৷ উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য আলাদা আলাদা ভাবে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে৷ কয়েকদিন আগে হাওড়ায় দক্ষিণবঙ্গের সম্মলেন করা হয়৷ সোমবার উত্তরবঙ্গের সম্মেলন হল শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে৷ সেখানেই উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন বিজেপিকে৷ আরও খবর: পণের টাকা আদায় করতে তার কিডনি বিক্রি করে দিয়েছেন স্বামী! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, বিজেপি বাংলাকে, বাংলার মানুষকে ভালবাসে না৷ বাংলার প্রতি বঞ্চনা করে৷ বাংলার মানুষের জন্য বিজেপির কেন্দ্রীয় ও রাজ্যের নেতারা মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে বলেও অভিযোগ করেছেন মমতা৷ টেনে এনেছেন চা-বাগানের প্রসঙ্গ৷ চা-বাগান নিয়ে কেন্দ্রের তরফে একাধিক প্রতিশ্রুতি দিয়ে আসলে কিছুই করা হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন৷ একই সঙ্গে মমতা তোপ দেগেছেন কংগ্রেস ও সিপিএমকেও৷ বিজেপির সঙ্গে মিলে সিপিএম ও কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করছে বলেও তিনি এদিন অভিযোগ করেন৷ তাই সব দলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে৷ ব্লকে ব়্যালি করতে বলেছেন৷ মহিলাদের সম্মেলন করতে বলেছেন৷ আন্দোলনে নামতে বলেছেন ছাত্র-যুবদের৷ কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করতে বলেছেন তিনি৷ পাশাপাশি এদিনের সম্মলেনে রাজ্য সরকারের গত কয়েক বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন৷ রাজ্যের মানুষের কল্যাণে কী কী প্রকল্প রাজ্য সরকার করেছে, তা-ও জানিয়েছেন তিনি৷ তাঁর কথায়, তৃণমূলই একমাত্র দল, যারা উত্তর ও দক্ষিণবঙ্গকে সমানভাবে ভালবাসে৷ সূত্র: কলকাতা২৪*৭ আর/১০:১৪/০৬ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2BFomu8
February 06, 2018 at 06:36AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top