সিলেট, ১৭ ফেব্রুয়ারি- কাঁধের ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি খেলতে পারেননি দলের অভিজ্ঞ ব্যাটসম্যান এবং ওপেনার তামিম ইকবাল। দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন কি-না এটা নিয়ে ছিল দারুণ সংশয়। অবশেষে, দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়ে দিলেন, সিলেটে টি-টোয়েন্টি ম্যাচে খেলছেন তামিম। ওয়ানডে এবং টেস্ট সিরিজটা বেশ ভালোই কেটেছে তামিমের। ত্রিদেশীয় সিরিজের শুরুতে ব্যাটিংটা ভালো হলেও তামিমের ফর্ম হঠাৎ করে যেন উধাও হয়ে গেছে। যে কারণে টেস্ট সিরিজেও এর প্রভাব পড়েছে বেশ। তামিম ব্যাট হাতে ব্যর্থ মানে, পুরো দলই যেন ব্যর্থ। টেস্ট সিরিজ শেষ হওয়ার পর হঠাৎ করেই কাঁধ এবং বাহুর মাংশপেশির মাঝখানে ব্যথা অনুভব করেন তামিম। যে কারণে প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়ানোর ২-৩ ঘণ্টা আগ পর্যন্ত তামিমের জন্য অপেক্ষা করা হয়। তামিমও চেষ্টা করেছিলেন খেলার; কিন্তু কাঁধের ব্যথার কারণে তিনি আর খেলতে পারেননি। তার পরিবর্তে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দলে নেয়া হয়েছিল জাকির হাসানকে। যদিও সৌম্য সরকারের সঙ্গে ৪৯ রানের একটা জুটি গড়েছিলেন জাকির হাসান; কিন্তু তার নিজের পারফরম্যান্স খুব একটা নজরকাড়া ছিল না। মাত্র ১০ রান করে আউট হয়েছেন তিনি। এর আগে দক্ষিণ আফ্রিকা সিরিজেও ইনজুরির কারণে টি-টোয়েন্টি খেলা হয়নি তামিম ইকবালের। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই পড়েছিলেন ইনজুরিতে। টানা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ মিস করার পর আবারও ব্যাট হাতে ঝড় তোলার অপেক্ষায় তামিম ইকবাল। সিলেট টি-টোয়েন্টি ম্যাচের আগেরদিন (আজ) সংবাদ সম্মেলনে তামিমের কথা জানতে চাওয়া হলে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, তামিম ফিট রয়েছেন। এ ম্যাচে তিনি খেলবেন। সূত্র: জাগোনিউজ২৪ আর/১৭:১৪/১৭ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2Cr6Shj
February 18, 2018 at 12:18AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন