রাজস্থানে করমুক্ত ‘প্যাডম্যান’

জয়পুর, ১৭ ফেব্রুয়ারিঃ মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়ানো ছবি ‘প্যাডম্যান’-কে করমুক্ত করল রাজস্থান সরকার। একথা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া। এই বিষয়ে তিনি জানিয়েছেন, যত বেশি সম্ভব মহিলারা এই ছবিটি যাতে দেখেন, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ। রাজস্থানের গ্রামীণ এলাকার স্কুল কলেজগুলিতে স্যানিটারি প্যাড মেশিন বসানো হবে বলেও জানিয়েছেন তিনি।

আর বালকি পরিচালিত ‘প্যাডম্যান’-এ সোনম কপুর এবং রাঁধিকা আপ্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ছবিটি তামিলনাড়ুর সামাজিক কর্মী অরুণাচলম মুরুগানাথমের বাস্তব জীবনের গল্পের উপর ভিত্তি করেই নির্মিত হয়েছে। তিনি গ্রামীণ ভারতে মাসিক স্বাস্থ্যবিধি ধারণের জন্য কম খরচে স্যানিটারি ন্যাপকিনস মেশিন তৈরি করে বিপ্লব করেছিলেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2CrjvJ4

February 17, 2018 at 06:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top