ধিক্কার এই রায়কে

ডেস্ক রিপোর্টঃ বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, টিভির পর্দাতে অনেক আওয়ামী সাংবাদিক আর বুদ্ধিজীবী এই মামলা আর রায়ের যথার্থতার ব্যাপারে অনেক যুক্তি দেয়ার চেষ্টা করছে। আমি শুধু এতটুকু বলব যে কোন মামলাতে যদি বিন্দু পরিমান রাজনৈতিক প্রভাব থাকে তাহলে সেই মামলা অবশ্যই রাজনৈতিক মামলা। এই মামলার সকল কার্যক্রম এবং রায় সবই বেআইনি এবং ন্যায়বিচার পরিপন্থি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুধে করা এই মামলা কি একশতাংশ না একশ শতাংশ রাজনৈতিক তার বিচারের ভার বাংলাদেশের জনগনের।
আন্দালিব রহমান পার্থ বলেন, এই মামলাতে কতখানি রাজনৈতিক প্রভাব আছে তা বিভিন্ন মন্ত্রীর আগাম বক্তব্য আর কারাগারের সাজশজ্জা দেখলেই বোঝা যায় । সরকারের মুখে আইনের শাসনের কথা শুনলে সিনহা সাহেবের ভেগে যাবার কথা মনে পড়ে।

তিনি বলেন, এত উঁচু মাপের রাজনীতিবিদদের রাজনৈতিক ভবিষ্যৎ আদালতের কলমের খোঁচা কিংবা কোন নির্বাহী আদেশ নির্ধারণ করে না আল্লাহ তালা নির্ধারণ করবে জনগনের মাধমে সঠিক সময়ে। ধিক্কার এই রায়কে।

জিয়া অরফ্যানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার কারাদণ্ডের রায় পর বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এই স্ট্যাটাস দেন।

 



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2nLNE11

February 08, 2018 at 11:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top