জোহানেসবার্গ, ১৮ ফেব্রুয়ারিঃ একটা ওভারেই ম্যাচ প্রায় পকেটে পুড়ে ফেলল ভারত। আর এই চমকটি দিলেন ভারতীয় দলের পেসার ভুবনেশ্বর কুমার। ম্যাচের ১৮তম ওভারে বল করতে আসেন ভুবনেশ্বর। প্রথম বলেই আউট করেন রেজা হেনড্রিকসকে(৭০)। তৃতীয় বলে ফিরে যান উইকেটরক্ষক হেনরিক ক্লাসেন (১৬)। পরের বলেই ক্রিস মরিস (০)। দুজনেই সুরেশ রায়নার হাতে ক্যাচ তুলে ফিরে যান। ওভারের শেষ বলে রান আউট হন ডেন প্যাটারসন (১)।
আজ টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জেপি ডুমিনি। শুরুটা ভাল হয়নি ভারতের। একাই লড়াই চালিয়ে যান শিখর ধওয়ান। দীর্ঘ দিন পর ভারতের জার্সিতে নেমে খেই হারালেন সুরেশ রায়নাও। নির্ধারিত ২০ ওভার শেষে ভারত ৫ উইকেট হারিয়ে তোলে ২০৩। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করে ১৭৫। ২৮ রানে জয়লাভ করে ভারত।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2GqV94s
February 18, 2018 at 10:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন