ট্রেনের গতি বাড়াতে বহু স্টেশন তুলে দিচ্ছে রেল

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারিঃ ট্রেনের গতি বাড়াতে এবং খরচ বাঁচাতে এবার বড়সড় সিদ্ধান্ত রেলের। এতদিন বাধ্য হয়েই বহু স্টেশনে ট্রেন থামিয়ে আসছিল রেল কর্তৃপক্ষ। তবে এতে লোকসনই হচ্ছিল রেলের। এবার থেকে ওইসব স্টেশন তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল। পাশাপাশি কমিয়ে দেওয়া হবে বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়ানোর সময়ও।

ট্রেনের গতি বাড়ানোর উপায় খুঁজতে সম্প্রতি একটি কমিটি গঠন করেছিল রেল। ইতিমধ্যেই এ ব্যপারে কাজ শুরু করা হয়েছে। রেল বোর্ড সূত্রে খবর, একটি ট্রেনকে ‌তার ‌যাত্রাপথে দাঁড় করিয়ে রাখতে খরচ হয় ১২,৭১৬-২৪,৫০৬ টাকা। এবার থেকে ওই টাকার অনেকটাই বাঁচবে বলে আশাবাদী রেল।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Ff2dSD

February 18, 2018 at 10:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top