কলকাতা, ১৮ ফেব্রুয়ারি- ত্রিপুরা নির্বাচনের জন্য এক কোটি টাকা তোলা চাওয়ার ঘটনায় বিধাননগর পুরসভার মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্ধে এফআইআর করলেন ব্যবসায়ী মধুসূদন ঘোষ। ১৩ ফেব্রুয়ারি কুরিয়ার মারফৎ তিনি এফআইআর করেছিলেন উত্তরবন্দর থানায়। শনিবার তা গৃহীত হয়েছে বলে থানা সূত্রে জানা গিয়েছে। পুলিশ অভিযোগপত্র খতিয়ে দেখে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি সাংবাদিক বৈঠক করে বিধাননগর পুরসভার মেয়র তথা বিধায়কের বিরুদ্ধে তোলা চাওয়ার অভিযোগ করেছিলেন মধুসূদনবাবু। তিনি অভিযোগ করেন, ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য তাঁর কাছে এক কোটি টাকা দাবি করা হয়েছিল। তা দিতে অপারগ হওয়ায় ওই ব্যবসায়ীকে হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। আরও পড়ুন: তিস্তা চুক্তির বাধা দূর হচ্ছে? মধুসূদনবাবু বলেছিলেন, এর আগে ২ লক্ষ ৩০ হাজার টাকা চেয়েছিলেন মেয়র। তিনি তা দিয়েছিলেন। তারপরই ৩০ লক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ। এবং পরে ফোন করে মেয়র তাঁকে বলেন, ওই টাকা তিনি জোগাড় করে ফেলেছেন। ত্রিপুরার ভোটের জন্য ১ কোটি টাকা চাই। যেভাবে হোক তা দিতে হবে। আর না দিলে তাঁর থেকে ভয়ঙ্কর কেউ হবে না বলেও হুমকি দেন বলে অভিযোগ। কোটি টাকা তোলা, তৃণমূলের মেয়রের বিরুদ্ধে এফআইআর যদিও সব্যসাচীবাবু এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, আমি কেন টাকা চাইতে যাব। এইসব অভিযোগ ভিত্তিহীন। যদি ওনার কাছে প্রমাণ থাকে, উনি আদালতে যান। অযথা বাজার গরম করছেন কেন? আসলে ত্রিপুরা ভোটের আগে বিজেপির তরফ থেকে এসব করানো হচ্ছে। সূত্র: ওয়ানইন্ডিয়া আর/০৭:১৪/১৮ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2BAQHku
February 18, 2018 at 01:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top