কুমিল্লা সদর দক্ষিণে সড়ক দুর্ঘটনায় ব্যাংক ম্যানেজারসহ আহত ১৫

কুমিল্লা-লাকসাম আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার চাঁদপুর নামকস্থানে সোমবার সকাল সাড়ে ৮টায় কুমিল্লাগামী শাহআলী সুপার সার্ভিসের বাস ওভারটেক করতে গিয়ে লাকসামগামী ট্রাকের সাথে সংঘর্ষে ব্যাংক ম্যানেজারসহ ১৫ বাস যাত্রী হয়েছে।

এদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে গুরুতর আহতাবস্থায় ইসলামী ব্যাংক লিমিটেড বাঙ্গড্ডা বাজার শাখা ম্যানেজার মোহাম্মদ সহিদ উল্লাহকে ঢাকার পঙ্গু হাসপাতলে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে আটটায় কুমিল্লা-লাকসাম আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের চাঁদপুর নামকস্থানে কুমিল্লাগামী শাহ আলী সুপার সার্ভিসের বাস (সিলেট-জ-০৪-০২৩১) ওভারটেক করতে গিয়ে লাকসামগামী ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে ইসলামী ব্যাংক লিমিটেড বাঙ্গড্ডা বাজার শাখা ম্যানেজার মোহাম্মদ সহিদ উল্লাহ (৩৬), লালমাই উপজেলার সমেষপুর গ্রামের মৃত কোরবান আলীর পুত্র সাবেক সেনা সদস্য মো. বাচ্চু মিয়া (৫২), ভূশ্চি গ্রামের কালা মিয়ার পুত্র জাকির হোসেন (৪৫), ডুমুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র দেলোয়ার হোসেন (৩৮), চৌদ্দদোনা গ্রামের মমতাজ মিয়ার পুত্র রাশেদ (৩৫), ভূশ্চি গ্রামের ডা. তৈয়ব আলীর পুত্র ডা. ফজলুর রহমান মিন্টু (৩৬), একই গ্রামের মো. সেলিম মিয়ার পুত্র নাজিম (২১), ডা. আব্দুল হামিদের পুত্র মিজানুর রহমান (৪৫), ডুমুরিয়া গ্রামের বজলুর রহমানের পুত্র ডা. মাইন উদ্দিন (৩৮), ভূশ্চি গ্রামের মো. তৈয়ব আলীর পুত্র কবির হোসেন (৪০), বাসের সহকারী কালোরা গ্রামের আব্দুল কাদেরের পুত্র জাহেদ হোসেন (২৪) আহত হয়েছেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। ইসলামী ব্যাংক ম্যানেজার মোহাম্মদ সহিদ উল্লাহ প্রশিক্ষণের জন্য ইসলামী ব্যাংক লিমিটেড ক্যান্টনমেন্ট শাখায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন। বাকী আহতরা স্থানীয় বিএনপির নেতা-কর্মী বলে জানা গেছে। তারা কুমিল্লার আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

লাকসাম হাইওয়ে ক্রসিং ফাঁড়ির এএসআই একরামুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাস উদ্ধার করে ক্রসিং ফাঁড়িতে নিয়ে এসেছেন। এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।



from Comillar Khabor – কুমিল্লার খবর http://ift.tt/2EPaRdk

February 26, 2018 at 06:07PM
26 Feb 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top