বিয়ের আড়াই মাসের মাথায় ঝুলন্ত দেহ উদ্ধার নব বধুর

ফালাকাটা, ১৪ ফেব্রুয়ারী : বিয়ের  তিন মাসের মধ্যেই শ্বশুরবাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল গৃহবধূর দেহ। মৃতের নাম রিয়া সরকার শীল (১৯)। মঙ্গলবার রাতে ফালাকাটা খলিসামারী এলাকায় বাপের বাড়ীতে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই বধুর। খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে রাতেই তার মৃত দেহ উদ্ধার করে।জানা গেছে মাত্র আড়াই মাস আগে কোচবিহার কালজানি এলাকার ডাক কমী’ সুব্রত শীল ওরফে বাপ্পার সঙ্গে রিয়ার  বিয়ে হয়। রিয়ার বাবা মন্টু সরকারের অভিযোগ,  শ্বশুর বাড়ির লোক জন বিয়ের পর থেকেই রিয়ার উপর শারীরিক ও মানসিক নিযা’তন চালাত। শ্বশুর বাড়িএ লোকেদের প্ররোচনা তেই রিয়া আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তাদের সকলের বিরূদ্ধেই থানায়  এফ আই আর করা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে ফালাকাটা থানার পুলিশ। বুধবার মৃতদেহ ময়না তদন্তে আলিপুরদুয়ার পাঠানো হয়েছে।

সংবাদদাতা : সুকমল ঘোষ

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2CjY3ph

February 14, 2018 at 02:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top