ইস্পার মতো যেনো আর কোন বোন যৌতুকের শিকার হয়ে প্রাণ হারাতে না হয়

নিজস্ব প্রতিবেদক :: ‘ইস্পা আমাদের বোন। যৌতুকের দাবীতে ইস্পাকে তার স্বামী এবং পরিবারের সদস্যরা নির্মমভাবে হত্যা করেছে। আমরা আমাদের বোন ইস্পার মতো যেনো আর কোন বোন যৌতুকের শিকার হয়ে প্রাণ হারাতে না হয় সেজন্য ইস্পার হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী জানাই।’

ইস্পা হত্যার বিচারের দাবীতে আয়োজিত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনে উপস্থিত বক্তারা এমন দাবী জানিয়েছেন।নিহতের স্বজন ও এলাকাবাসী মানববন্ধন করে এই দাবী জানিয়েছেন।

বক্তারা বলেন, ‘২০১৭ সালের ৬ মে সুনামগঞ্জের ছাতক পৌরশহরে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী আবুল মনসুর ও তার ভাই আব্দুস সহিদ মিলে ইস্পাকে মারধর করেন। এর জের ধরে রাত সাড়ে ১২টায় আবার দুইভাই মিলে ইস্পাকে শরীরে অ্যাসিড ঢেলে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় স্বামী আবুল মনসুর জেলে রয়েছেন। তবে ভাসুর আব্দুস শহিদ পলাতক রয়েছেন।’

বক্তারা সকল আসামীকে ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে প্রশাসন সহ সকলকে অনুরোধ জানিয়েছেন।

মানববন্ধনে নিহত ইস্পা বেগমের স্বজন ও এলাকাবাসী ছাড়াও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরশনের প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মতিউর রহমান মতি, বাংলাদেশ মানবকল্যাণ ফাউন্ডেশনের সিলেট মহানগরের সহ-সভাপতি রুহুল আমিন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিলেট শাখার সভাপতি তপন মিত্র, রাগীব-রাবেয়া ডিগ্রী কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম প্রমুখ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2FfsmAM

February 19, 2018 at 02:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top