আমেরিকার স্কুলে বন্দুক নিয়ে প্রাক্তন ছাত্রের হামলা, নিহত ১৭

ফ্লোরিডা, ১৫ ফেব্রুয়ারিঃ প্রেম দিবসের পরদিনই রক্তাক্ত হল মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা। একটি স্কুলে বন্দুকবাজের হামলায় প্রাণ গেল ১৭ জনের। হামলাকারী ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র।  স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মিয়ামি থেকে ৭৫ কিমি দূরে অবস্থিত পার্কল্যান্ড এলাকার মার্জারি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে বন্দুক নিয়ে হামলা চালায় নিকোলাস ক্রুজ় নামে ১৯ বছরের ওই যুবক। স্কুল ছুটির ঠিক আগে একটি  মুখে গ্যাস মাস্ক পরে এআর-১৫ রাইফেল নিয়ে স্কুলে ঢোকে সে। তার কাছে স্মোক গ্রেনেডও ছিল। গ্রেনেড ফাটিয়ে ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয় আততায়ী। ফলে স্কুলের পড়ুয়া ও শিক্ষকরা ক্লাস ছেড়ে বাইরে বেরিয়ে আসে। এরপরই তাদেরকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে নিকোলাস। স্কুলের ভিতরেই প্রাণ হারান ১৩ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।  পরে ফ্লোরিডা প্রশাসন ১৭ জনের মৃত্যুর কথা ঘোষণা করে। জানা গিয়েছে,  খারাপ আচরণের জন্য ওই স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল নিকোলাসকে। সম্ভবত সেই রাগেই সে এই হামলা চালিয়েছে। পরে স্কুলের ভিতর থেকেই নিকোলাসকে গ্রেফতার করে পুলিশ। কীভাবে সে এই রাইফেল জোগাড় করল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষাঙ্গনে গুলি চালনার ঘটনা নতুন কিছু নয়। আগ্নেয়াস্ত্র কেনাবেচার ক্ষেত্রে সে দেশে কড়াকড়ির কথা অনেকবার বলা হলেও এখনও পর্যন্ত তার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2o6ZoKV

February 15, 2018 at 11:22AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top