ঢাকা-হত্যাকান্ডের প্রতিবাদে উত্তাল সিলেট


সুরমা টাইমস ডেস্ক :: ৫২’র ২২ ফেব্রুয়ারি ছিল শুক্রবার। সিলেটের রাষ্ট্রভাষা কর্মপরিষদ সকাল ১০টায় জরুরী সভায় মিলিত হয়। বিকেলেই হত্যাকান্ডের প্রতিবাদে প্রতিবাদ সভা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নেয়া হয়। সারা শহরে প্রচারণা চলে। পোস্টার লিফলেট প্রকাশ ও বিতরণ করা হয়। মাইকিং করা হয়। এর ফলে শহরের প্রতিটি মানুষ জানতে পারেন ঢাকায় নারকীয় হামলার ঘটনা।

বিকেল ৩টা থেকে প্রতিবাদী মানুষের ঢল নামতে শুরু করে শহরে। সবার গন্তব্য গোবিন্দচরণ পার্ক (বর্তমান হাসান মার্কেট)। ‘সিলেটে ভাষা আন্দোলনের পটভূমি’ ও ‘রাষ্ট্রভাষা আন্দোলনে সিলেট’সহ অন্যান্য বই-পত্র ও সংকলনে প্রকাশিত তথ্য অনুযায়ী সেদিনের সেই প্রতিবাদ সভায় সিলেটে সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন। তারা প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েছিলেন।

সভায় সভাপতিত্ব করেছিলেন খেলাফত আন্দোলনের নেতা উকিল আব্দুল্লাহ। সভা থেকে পরদিন ২৩ ফেব্রুয়ারি পূর্ণদিবস হরতাল পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভার শেষে, রাত ৮টা পর্যন্ত শোভাযাত্রা সিলেট শহর প্রদক্ষিণ করে। হযরত শাহজালাল (র.) এর মাজারে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরদিন শনিবার সিলেটে স্বতঃস্ফুর্তভাবে পালিত হয় হরতাল। শহরের প্রায় সব মার্কেট-দোকান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। সেদিনও প্রতিবাদ সভা হয়েছিল গোবিন্দচরণ পার্কে।

সকাল ১১টার দিকে মেডিকেল ছাত্র নাইওর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভা থেকে ভাষা সৈনিক হাজেরা মাহমুদ অত্যন্ত কঠোর ভাষায় হত্যাকান্ডের নিন্দিা ও প্রতিবাদ এবং বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা ঘোষণার দাবি জানিয়েছিলেন



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2HhTQpF

February 15, 2018 at 01:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top