রোহিঙ্গা নির্যাতন ও জাতিগত নিধনসহ নানা অপরাধে অং সান সু চির ১৫ বছরের জেল!


সুরমা টাইমস ডেস্ক :: ইরানের প্রতীকী আদালতে আরাকানের রোহিঙ্গা নির্যাতন ও জাতিগত নিধনসহ নানা অপরাধে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি ও সেনা প্রধান মিন অং হাইংয়ের বিরুদ্ধে একটি প্রতীকী বিচার অনুষ্ঠিত হয়েছে। বিচারে সু চির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় ১৫ বছরের জেল এবং মিন অং হাইংয়ের ২৫ বছরের জেল দেওয়া হয়েছে।

ইরানের প্রতীকী আদালত ‘পপুলার কোর্ট’-এ বিচারের আয়োজন করে। এর পৃষ্ঠপোষকতা করে তেহরানের ইমাম সাদেক বিশ্ববিদ্যালয়।

প্রতীকী আদালতে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত মিয়ানমারের সরকার ও সেনাবাহিনীর নানা নির্যাতন, গণহত্যা, আটক করা, নিষ্ঠুরতা ও অমানবিক নানা কার্যক্রমের বর্ণনা করা হয়।দুজন ইরানি আইনজীবী মিয়ানমার সরকারের পক্ষ অবলম্বন করেন।

আদালতে উপস্থাপিত বিভিন্ন তথ্যে দেখা যায়, মিয়ানমার সরকারের নির্যাতনে বহু রোহিঙ্গাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এছাড়া ১০ লক্ষাধিক রোহিঙ্গাকে শরণার্থী হিসেবে পালিয়ে যেতে হয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2EwClV6

February 15, 2018 at 01:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top