সুরমা টাইমস ডেস্ক :: ‘ইন্টারনেশনাল কনসোরর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস’(আইসিআইজে) প্যারাডাইস পেপারস কেলেঙ্কারির নতুন তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় বাংলাদেশের বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরসহ ২০ বাংলাদেশির নাম এসেছে।
এর আগে গত বছর নভেম্বরে প্যারাডাইস পেপারস কেলেঙ্কারিতে ১০ বাংলাদেশির নাম প্রকাশ হয়।
তবে, এবারই প্রথম তালিকাভুক্ত হলেন, বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমশের। ২০১০ সালে, মাল্টায় তার নামে নিবন্ধিত রয়েছে ‘ভেনাস ওভারসিজ হোল্ডিং’ নামে একটি অফশোর কোম্পানি। তালিকায় শাহনাজ হুদা রাজ্জাক ও ইমরান রহমানের নামে মাল্টায় নিবন্ধন হওয়া দুটি অফশোর কোম্পানি দেখিয়েছে, আইসিআইজে। যৌথ মালিকানার ওশান আইস শিপিং এবং সাউদার্ন আইস শিপিং ও প্রিয়াম শিপিং ১৯৯৯ থেকে ২০০১ সালের মধ্যে নিবন্ধিত।
প্যারাডাইস পেপারসের নতুন তালিকায় প্রায় ৮৫ হাজার প্রতিষ্ঠান ও এক লাখ ১০ হাজার ব্যক্তির নাম রয়েছে। আইসিআইজে বলছে, তালিকা এখনও অসম্পূর্ণ। স্বচ্ছতা নিশ্চিত করার জন্য পর্যায়ক্রমে আরও নাম প্রকাশ করা হবে। ২০১৬ পযর্ন্ত হালনাগাদ মাল্টার এই তথ্য। সেই বছরও কোম্পানি খুলেছেন অনেকে। বেশিরভাগই গেল এক দশকে খোলা।
গত বছর প্যারাডাইস পেপারস কেলেঙ্কারি ফাঁস হলে বিশ্বব্যাপী রাঘববোয়ালদের থলের বেড়াল বের হতে শুরু করে। তাতে বিশ্বের ক্ষমতাধর অনেক ব্যক্তির গোপন তথ্য বেরিয়ে আসে। বেশিরভাগ তথ্যই বিভিন্ন দেশের রাজনীতিবিদদের, যারা কর থেকে বাঁচার জন্য বিভিন্ন ট্যাক্স হেভেনে বিনিয়োগ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2Cn328y
February 15, 2018 at 01:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন