মুম্বাই, ২৫ ফেব্রুয়ারি- বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে শোকাহত বিশ্ববাসী। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন মোদী। তিনি লিখেছেন, খ্যাতিমান অভিনেত্রী শ্রীদেবীর বিদায়ে আমি শোকে স্তব্ধ। তিনি চলচ্চিত্র শিল্পের একজন নিবেদিতপ্রাণ ছিলেন। নানা চরিত্রে এবং স্মরণীয় পারফরমেন্সের মাধ্যমে তার দীর্ঘ ক্যারিয়ার ছিল। তার পরিবারের প্রতি আমার সমবেদনা। তার আত্মার শান্তি কামনা করি। শ্রীদেবীর মৃত্যুতে বুদ্ধিজীবী মহল, রাজনৈতিক ব্যক্তিত্ব, ক্রীড়া জগতের সবাই দুঃখ প্রকাশ করেছেন। আরও পড়ুন:নন্দিত বলিউড অভিনেত্রী শ্রীদেবী আর নেই নারী অলিম্পিয়ার্ড জিমনাস্ট দীপা কর্মকার, অসম রাজ্যের মন্ত্রী তথা বিজেপি দলের ত্রিপুরা রাজ্যের নির্বাচনী অবজারভার হিমন্ত বিশ্বশর্মাও টুইটারে শোক প্রকাশ করেছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে শ্রীদেবী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দুবাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪ বছর। স্বামী-সন্তানসহ দুবাইয়ে একটি বিয়ের আমন্ত্রণে গিয়েছিলেন শ্রীদেবী। সূত্র: বাংলানিউজ২৪ এমএ/ ১২:২৯/ ২৫ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ERjTTe
February 25, 2018 at 06:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top