মুম্বাই, ২৫ ফেব্রুয়ারি- বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী মারা গেছেন। শনিবার দিবগত রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দুবাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। হিন্দি চলচ্চিত্রে প্রথম নারী সুপারস্টার হিসেবে বিবেচিত শ্রীদেবী ১৯৯৬ সালে চলচ্চিত্র প্রযোজক বনি কাপুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুটি কন্য সন্তান রয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। আরও পড়ুন: এ কি করলেন প্রিয়াঙ্কা? নিজের মাথায় গ্লাস ভাঙলেন! ১৯৬৭ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় শ্রীদেবীর। এরপর তিনি হিন্দি চলচ্চিত্র ছাড়াও তামিল, তেলুগু, মালয়ালম এবং কিছু সংখ্যক কন্নড় চলচ্চিত্রে কাজ করেছেন। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৭:১৪/২৫ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2FuC3vc
February 25, 2018 at 01:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top