সুুরমা টাইমস ডেস্ক::
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হাবিবনগর এলাকার কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কে আওয়ামী লীগের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে সুমন আহমেদ (৩০) নামে স্বেচ্ছাসেবক লীগের ১নং ওয়ার্ডের এক নেতা নিহত হয়েছেন। এছাড়া সাংবাদিক, পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ৫ শতাধিক রাউন্ড টিয়ারসেল ও গুলি বর্ষণ করে। এসময় পুরো এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার কাঞ্চন সেতুর পশ্চিমপাড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে উপজেলার হাবিবনগর এলাকার কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলাম রফিক সমর্থিত নেতাকর্মীরা অবস্থান নেয়। অপরদিকে তাদের ৫০০ গজের মধ্যে স্থানীয় এমপি গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) সমর্থিত নেতাকর্মীরা অবস্থান নেয়। সকাল ১০টা থেকেই উভয় পক্ষের মাঝে উত্তেজনা দেখা দিতে থাকে। এছাড়া এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ উভয় পক্ষের নেতাকর্মীদের ধাওয়া করে। এসময় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ প্রায় ৫ শতাধিক টিয়ারসেল ও শটগানের গুলি বর্ষণ করে। এতে সাংবাদিক পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক আহাম্মেদ জানান, অধিপত্য বিস্তারের জেরে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র নারায়ণগঞ্জে করে মাঠ দখল নেওয়ার জন্য দুই পক্ষের লোকজন কাঞ্চন সেতু এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।
ফারুক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠপেটা ও শটগানের ফাঁকা গুলি ছোড়ে।পরে এ ঘটনায় জড়িত ২০ জনকে আটক করা হয়। বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। আহত সুমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন বলে জানা গেছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2C3xODD
February 08, 2018 at 03:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন