নিউজ ডেস্ক::
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছে। জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ড দেওয়ার পরই তাকে সেখানে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ইতোমধ্যেই রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে প্রবেশ করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।
কারাগারের ভেতরে আরও বেশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। তারা কারাগারের ভেতরে টহল দিচ্ছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছর ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামির ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার বকশীবাজার কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ আদালতে বিশেষ জজ ৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় দেন।
দুর্নীতি মামলার রায়ে সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হতে পারে বলে কারা অধিদফতর সূত্রে জানা গেছে। এ কারণে গতকাল বুধবার থেকেই (৭ই ফেব্রুয়ারি) কারাগারের আশপাশে নতুন করে সিসি ক্যামেরা বসানো হয়। মোতায়েন করা হয় র্যাব ও পুলিশ।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2EcfVbG
February 08, 2018 at 03:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন