সুরমা টাইমস ডেস্ক:: প্যারাসুটের মাধ্যমে খোলা আকাশে কসরত দেখানোসহ নানা ধরনের এয়ার শো প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে থাকেন স্কাই ডাইভিং প্রতিযোগীরা। তবে এদিন আনুষ্ঠানিক প্রতিযোগিতার বাইরে শাড়ি পরে স্কাই ডাইভিং করে রেকর্ড গড়েছেন ভারতের পুনের বাসিন্দা শীতল রানী। বরাবরই রোমাঞ্চপ্রিয় শীতল এর আগেও বহুবার স্কাই ডাইভিং করেছেন, তবে তা স্কাই ডাইভিংয়ের জন্য উপযুক্ত পোষাকে।
একবার তার মনে হলো, শাড়ি পরে স্কাই ডাইভিং করলে কেমন হয়! মনের সেই ইচ্ছা থেকেই সিদ্ধান্ত নেন ১২ হাত শাড়ি পরে স্কাই ডাইভিং করবেন। ৮.২৫ মিটার লম্বা শাড়ি পরে আকাশ থেকে লাফ দেয়ার জন্য তিনি বেছে নেন থাইল্যান্ডের পাতায়া বিচটিকে। শাড়ি পরে ৯ হাজার ফুট উচ্চতা থেকে লাফ দিয়ে অনন্য এক নজির গড়েন শীতল।
নিজের এই ব্যতিক্রমী উদ্যোগ সম্পর্কে বলেন, আগামী ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে নারীদের অনুপ্রাণিত করতেই এটি করেছি। ভারতীয় মেয়েরা শাড়ি পরে শুধু ঘরের কাজই সামলায় না, দুঃসাহসিক অভিযানেও নিয়ে থাকে সেটা প্রমাণ করতে পেরে দারুণ উচ্ছ্বসিত শীতল।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2o13wgy
February 15, 2018 at 05:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন