সিলেটে ৯১১ কোটি টাকা বিতরণ করবে আশা


সুরমা টাইমস ডেস্ক :: চলতি অর্থ-বছরে ১৭৫৪ কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রায় আশা সিলেট বিভাগের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ফেব্রুয়ারি) সিলেট নগরীরর এক অভিজাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার সিনিয়র ডেপুটি প্রেসিডেন্ট এম আবদুল আজিজ এবং বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (অপারেশন) মো. ফয়জার রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এইচআর) সুশীল রায় ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (হিসাব) মো. তৌফিকুল ইসলাম চৌধুরী ।

সভায় আশা’র কেন্দ্রীয় কার্যালয়ের সিনিয়র কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

আশা সিলেট বিভাগের ষান্মাসিক কার্যক্রমের পর্যালোচনা করাসহ জানুয়ারী-জুন’১৮ সময়ে সিলেট বিভাগে আশার ১৯৯টি ব্রাঞ্চের আওতায় ২,৪৭,৯৫১ জনকে ৯১১ কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জনসহ সকল কাজে গুণগত মান বজায় রেখে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য উপস্থিত কর্মকর্তাদের প্রতি আহবান জানান।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2ExY6mA

February 11, 2018 at 01:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top