মালদ্বীপে চূড়ান্ত অচলাবস্থা, এএফপি সাংবাদিককে গ্রেফতার

সুরমা টাইমস ডেস্ক:: মালদ্বীপে জরুরি অবস্থার মধ্যে চলছে চূড়ান্ত অচলাবস্থা। তার মধ্যেই দুই সাংবাদিককে গ্রেপ্তারে অবস্থার আরো অবনতি হয়েছে। এদের মধ্যে একজন ভারতীয় যিনি সংবাদসংস্থা এএফপি-র হয়ে মালদ্বীপে কাজ করছিলেন। আর একজন ব্রিটিশ বলে জানা গিয়েছে।

দুই সাংবাদিকের বিরুদ্ধে মালদ্বীপের অভিবাসন আইন ভেঙে কাজ করার অভিযোগে গ্রেপ্তার করে অভিবাসন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, দুই সাংবাদিক সেদেশে পর্যটকের ভিসায় এসেছিলেন। তা সত্ত্বেও কাজ করছিলেন। যা আইনবিরুদ্ধ।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, মনি শর্মা নামে এক ভারতীয় সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর এসেছে। দূতাবাসকে এই বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। আর একজন সাংবাদিক যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ। নাম অতীশ রাভজী। তিনি লন্ডনের বাসিন্দা।

কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে সারা দেশে জরুরি অবস্থা জারি করে সেনা নামিয়েছে আবদুল্লা ইয়ামিনের সরকার। পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে গ্রেপ্তারও করিয়েছেন। বিরোধী তথা প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদকে সন্ত্রাসবাদের অভিযোগ থেকে মুক্তি এবং ৯ রাজবন্দিকে মুক্ত করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেটা না মেনে উল্টো জরুরি অবস্থা জারি করা হয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2nQhYb6

February 10, 2018 at 11:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top